Social Icons

Younis

Pages

স্মৃতিগুলোই আবার কাঁদাবে


যখন কেউ ভালোবাসার
মানুষটার সাথে
থাকে তখন সবারই
খুব ভালো লাগে
তখন কেউ এটা ভাবেনা
যে এই মুহূর্ত গুলো
একটু পরেই অতীত হয়ে যাবে,
আর রয়ে যাবে স্মৃতির পাতায়
যতদিন সে সাথে থাকবে
এই স্মৃতি গুলো
হাসাবে,আর যখন সে
থাকবেনা তখন এই
স্মৃতিগুলোই আবার
কাঁদাবে।


Read More>>

No comments:

Post a Comment