![]() |
এখন অন্ধকার ঘরে আলো
জ্বালিয়ে অন্ধকার কে গুচাই
কিন্তু এ মনের অন্ধকার
সে কোনদিন হয়তো আর
আলোকিত হবে না ।
রয়ে যাবে অন্ধকারে ,
হয়তো কেউ আর নতুন করে
এ মনের ঘরে আলো জ্বালাবে না ।
কেন জানি এখন অন্ধকার কে
অনেক বেশী ভালোবেসে ফেলেছি
হয়তো আমিই চাই না নতুন কোন আলোতে
নিজেকে আলোকিত করতে ,
জানি না এ কেমন ভয় আমার?
হয়তো হারানোর, নয়তো
স্বপ্ন ভাঙ্গার কষ্টের ভয় !
কারণ আমি জানি তো সুখ নামের
অজানা অনুভূতি আমার জন্য না ।
আমি জানি তো স্বার্থপর এই
পৃথিবীতে মানুষ কাছের মানুষটাকে
কষ্ট দিয়ে আনন্দ পায়,
আমি জানি তো কাউ কে তীব্র যন্ত্রণা দিয়ে
নিজে অট্ট হাসি হাসে মানুষ ।
হয়তো এটাই নিঃস্বার্থ ভালোবাসা ,
হয়তো এটাই কাউ কে আপন করে কাছে
চাওয়ার প্রতিদান !
তবে জানি না কেন এত কষ্টের পরও
চিৎকার করে কাঁদতে পারিনা ,
কেন জানি কষ্ট গুলো কে ভাসিয়ে দিতে পারিনা
কিছু লোনা জলে ।
কেন জানি নিজের অজান্তেই এত ভালোবেসে যাই
এই অন্ধকার জীবন কে ।
হয়তো এভাবেই ভালোবেসে যাব আজীবন
আর থেকে যাব এক অন্ধকারে।
জ্বালিয়ে অন্ধকার কে গুচাই
কিন্তু এ মনের অন্ধকার
সে কোনদিন হয়তো আর
আলোকিত হবে না ।
রয়ে যাবে অন্ধকারে ,
হয়তো কেউ আর নতুন করে
এ মনের ঘরে আলো জ্বালাবে না ।
কেন জানি এখন অন্ধকার কে
অনেক বেশী ভালোবেসে ফেলেছি
হয়তো আমিই চাই না নতুন কোন আলোতে
নিজেকে আলোকিত করতে ,
জানি না এ কেমন ভয় আমার?
হয়তো হারানোর, নয়তো
স্বপ্ন ভাঙ্গার কষ্টের ভয় !
কারণ আমি জানি তো সুখ নামের
অজানা অনুভূতি আমার জন্য না ।
আমি জানি তো স্বার্থপর এই
পৃথিবীতে মানুষ কাছের মানুষটাকে
কষ্ট দিয়ে আনন্দ পায়,
আমি জানি তো কাউ কে তীব্র যন্ত্রণা দিয়ে
নিজে অট্ট হাসি হাসে মানুষ ।
হয়তো এটাই নিঃস্বার্থ ভালোবাসা ,
হয়তো এটাই কাউ কে আপন করে কাছে
চাওয়ার প্রতিদান !
তবে জানি না কেন এত কষ্টের পরও
চিৎকার করে কাঁদতে পারিনা ,
কেন জানি কষ্ট গুলো কে ভাসিয়ে দিতে পারিনা
কিছু লোনা জলে ।
কেন জানি নিজের অজান্তেই এত ভালোবেসে যাই
এই অন্ধকার জীবন কে ।
হয়তো এভাবেই ভালোবেসে যাব আজীবন
আর থেকে যাব এক অন্ধকারে।
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
No comments:
Post a Comment