Social Icons

Younis

Pages

মাঝে মাঝে এক

মাঝে মাঝে এক অদ্ভুত ভালো লাগা ছুয়ে যায় । জানি না এটা ভালোবাসা নাকি অন্য কিছু ।কাউ কে কাছে পাওয়ার সুপ্ত বাসনা নাকি অন্য কিছুতুমি কি একবারও বুঝবে না আমার না বলা কথা গুলোতুমি কি আমার চোখে দেখতে পাও না তোমার জন্য সাজানো স্বপ্ন ।তোমার কি ইচ্ছা হয় না নীল দিগন্তে হারিয়ে যেতে ?তোমার কি ইচ্ছা হয় না শুনতে ভালোবাসি তোমায় ।

No comments:

Post a Comment