Social Icons

Younis

Pages

মন মানে না


[[ মন মানে না ]]

মনে পড়ে যায় সে ওয়াদা আমার 
হাঁটবো আমি , থাকব আমি - তোমার পাশে
আজ সে কথার শব্দ গুলো কাঁদায় আমাকে
তবুও আমার আমিতে বসবাস তোমার সৃতির
-ভুলে যাই , সময় স্রোত আজ গিয়েছে বদলে
আজ হয় না খোজ তোমার - কই তুমি ?
ভাবখানা এমন ধরি যেন কে তুমি - চিনি ই তো না ...
এভাবে পারি না এখন- তবু ও বাস্তব আমাকে শিখায় পারতে
সত্যি বলছি - বাস্তবতার সাথে এই যুদ্ধ অসহায় আমি
মন মানে না - বাস্তবতার এই রূপ আমার
মন আজো চায় সেই শব্দ গুলো কে সত্য করতে
কিন্তু হয় না - তোমাকে হারানোর পরাজয় কে আমার মানতেই হয়
শুধু পারে না মানতে এই মন ।

No comments:

Post a Comment