Social Icons

Younis

Pages

না বলা কথা



[[ না বলা কথা ]]


ছেড়া জিন্সটার পেছনের পকেটে এক মুঠো কৃষ্ণচূড়া,
শুঁকনো,
দেয়া হয়নি তোকে,
বলা হয়নি ভালবাসি ।

মনে একরাশ জমানো কথা,
না বলা,
জানানো হয়নি তোকে,
বলা হয়নি ভালবাসি।

বুকপকেটে প্রেম পত্র,
রক্তভেজা, 
রয়ে গেছে নিজের কাছেই,
থামছে না রক্তক্ষরণ !

No comments:

Post a Comment