[[ ভিশন একা হয়ে যাচ্ছি আমি ]]
ভিশন একা। ভিশন একা হয়ে যাচ্ছি আমি।
মানুষ কি একা বেঁচে থাকতে পারে??
বেশি দিন পারে না। একাকিত্ব মানুষকে গ্রাস করে ফেলে।
তখন যদি সেই এক মানুষটি কিছু হয়ে যায় তার জন্য সে নিজে দায়ি থাকে না।
তোমাকে অসাভাবিক ভাবে মিস করছি।
আর পারছি না তোমাকে ছাড়া থাকতে।
কোন ভাবেই আর নিজেকে বুঝিয়ে রাখতে পারছি না।
No comments:
Post a Comment