Social Icons

Younis

Pages

তোমাকে খুব মিস্ করছি

[[ তোমাকে খুব মিস্ করছি ]]

তোমাকে খুব মিস্ করছি, হয়তো তুমি ও বুঝবেনা।
তোমাকে জড়িয়ে ধরে খুব কান্না করতে ইচ্ছে করছে।
হয়তো এটা সম্ভব হবেনা।
কারণ,তুমি যে আমার সহস্র মাইল দূরে।
আবার কখনো তোমার দেখা পাবো কিনা তাও জানিনা।
আমার আশে পাশে নেই কোনো আপনজন,নেই কোনো বন্ধু, নেই তুমি ও।
জীবনের বাকী দিন গুলো এভাবে কেটে যাবে?
তুমি একটি বার এসে আমাকে দেখে যেও, শুধু একটিবার ... 

No comments:

Post a Comment