skip to main |
skip to sidebar
ইদানিং কষ্টের তীব্রতা কেন জানি সহ্য হয়না নির্জনে একাকী কষ্টগুলোকে লালন করে যাই নিভৃতে লুকিয়ে রাখার ব্যার্থ চেষ্টা করি কষ্টগুলোকে কিন্তু পারিনা, কষ্টগুলো ধীরে জমা হতে থাকে জমা হতে হতে তা বেলুনের মতো বড় হয়
অত:পর বিকট আওয়াজে ফেটে যায়
ক্ষিপ্র গতিতে দেয়ালে মাথা ঠুঁকে অজ্ঞান
কিংবা হাতের কাছে যা থাকে তাই ছুঁড়ে চূর্ন
আমরা অনেকেই হাসিখুশি
কিন্তু এই হাসিখুশির আড়ালেই হয়ত অনেকের
আছে একরাশ কষ্ট
যা নিজের অজান্তেই বয়ে বেড়াচ্ছে
কিংবা বয়ে বেড়াতেই হচ্ছে।
এই কি আমাদের জীবন।
অনেক সময় এর চেয়ে মৃত্যুই ভালো
তাইতো মানুষ আত্মহত্যা করে।
চাই না তোমাকে...না না তোমাকে আমার চাই না !সরে দাড়াও এ পথ থেকেহাটব আমি এ অন্তহীন পথহারিয়ে যাবো কোন অস্পৃশ্য মায়ায় ।
এ হারিয়ে যাওয়ার সঙ্গি ভেবে
তোমাকে আর চাই না ।
তোমাকে সত্যিই আর ভাবি না
তোমার অনামিকা স্পর্শ করতে চাই না।
আমার এই একাকিত্বতা উপভোগ্য
তুমি নও আমার যোগ্য ।
তোমাকে সত্যিই আর চাই না
মিনতি করনা আর
তুমি আর নেই এখন আমার ।
তুমি যতক্ষন আমাকে বুঝতে পারবে না,তুমি ততক্ষন আমাকে ভালবাসতে পারবে না !!!
কাউকে নিজের চেয়ে বেশিভালবাসতে যেও না,কারনভালবাসা এমনএকটা জিনিসযা বেশি পেলে অবহেলা করে..কেননা ভালবাসারমর্যাদা সকলে দিতে জানে না...!
ভালোবাসার অনুভূতি কোথায়? বুকের মধ্যখানে নাকি মাথার পেছনের অংশে? যেখানেই হোক, এটা এমন এক অনুভূতি, যা আপনাকে সারাক্ষণ অন্যরকম এক চেতনায় আবিষ্ট রাখবে এবং এটা অনেকটা ব্যাখ্যার অতীত। ভালোবাসা নাকি বোকাকে চালাক আর চালাককে বোকা বানিয়ে ফেলে। ব্যাপারটা যদি সত্যি না হয়ে স্রেফ কথার কথাও হয়, তবু মনে হয় পুরোপুরি বাজে কথা নয়। আসলে ভালোবাসার সেই অন্যরকম চেতনা একজন মানুষের মনকে কিছুটা হলেও আলগা করে দেয় তার পারিপার্শ্বিকতা থেকে। উদাসীনতাই তার চরিত্রের অন্যতম বহিঃপ্রকাশ হয়ে দাঁড়ায়।