ভালোবাসার অনুভূতি কোথায়? বুকের মধ্যখানে নাকি মাথার পেছনের অংশে? যেখানেই হোক, এটা এমন এক অনুভূতি, যা আপনাকে সারাক্ষণ অন্যরকম এক চেতনায় আবিষ্ট রাখবে এবং এটা অনেকটা ব্যাখ্যার অতীত। ভালোবাসা নাকি বোকাকে চালাক আর চালাককে বোকা বানিয়ে ফেলে। ব্যাপারটা যদি সত্যি না হয়ে স্রেফ কথার কথাও হয়, তবু মনে হয় পুরোপুরি বাজে কথা নয়। আসলে ভালোবাসার সেই অন্যরকম চেতনা একজন মানুষের মনকে কিছুটা হলেও আলগা করে দেয় তার পারিপার্শ্বিকতা থেকে। উদাসীনতাই তার চরিত্রের অন্যতম বহিঃপ্রকাশ হয়ে দাঁড়ায়।
এমনকি শারীরিক কষ্টের সময়ও ভালোবাসার মানুষের স্পর্শ কিংবা তার স্মৃতি কিছুটা হলেও স্বস্তি দেয়।
এমনকি শারীরিক কষ্টের সময়ও ভালোবাসার মানুষের স্পর্শ কিংবা তার স্মৃতি কিছুটা হলেও স্বস্তি দেয়।
No comments:
Post a Comment