[[ কি উন্মাদ তুমি ]]
কি উন্মাদ তুমি…!
ব্যথা দিয়ে বলো, ব্যাথা পেয়েছ ?
কাঁদিয়ে বলো, কাঁদছও কেন?
হাঁসিয়ে বলো, হাঁসছ কেন?
আমি কিছুই বলি না.......
কাছে টেনে বলো, কাছে এসো না,
প্রশ্ন করে বলো, কথা বলবে না,
পাশে বসে বলো, দূরে যাও না,
ফোন করে বলো, রাখছি এখন,
আমি কিছুই বলি না.......
হাতে ঘড়ি নিয়ে বলো, কয়টা বাজে?
ফুলে শুঁকে বলো, ফুল ভাল না,
কাঁধে কাঁধ রেখে বলো, তুমি ভাল না,
ঘুম ঘুম চোখে বলো, ঘুম আসে না ।
আমি কিছুই বলি না..
কি উন্মাদ তুমি…
ব্যথা দিয়ে বলো, ব্যাথা পেয়েছ ?
কাঁদিয়ে বলো, কাঁদছও কেন?
হাঁসিয়ে বলো, হাঁসছ কেন?
আমি কিছুই বলি না.......
কাছে টেনে বলো, কাছে এসো না,
প্রশ্ন করে বলো, কথা বলবে না,
পাশে বসে বলো, দূরে যাও না,
ফোন করে বলো, রাখছি এখন,
আমি কিছুই বলি না.......
হাতে ঘড়ি নিয়ে বলো, কয়টা বাজে?
ফুলে শুঁকে বলো, ফুল ভাল না,
কাঁধে কাঁধ রেখে বলো, তুমি ভাল না,
ঘুম ঘুম চোখে বলো, ঘুম আসে না ।
আমি কিছুই বলি না..
কি উন্মাদ তুমি…
No comments:
Post a Comment