জীবন পথে চলার এক অচেনা পথিক আমি ।
ফিরে তাকাই কিছু সুখ কিছু দু:খ
আর স্মরনীয় কিছু ছোট ছোট মুহুর্ত
মনের জানালায় উকি দেয়। স্মৃতি গুলো
সুযোগ পেলেই আমার সাথে ঠাট্টা করে।
আর আমি নিরুপায় হয়ে স্মৃতি গুলোর দিকে
তাকিয়ে বেহায়ার মত হাসতে থাকি।
এ ছাড়া আর কি করার আছে আমার।
নিষ্টুর বাস্তবতার কাছে আমি অসহায়।
তবু সময়ের টানে আর জীবনের
প্রয়োজনে কিছু বাস্তব আর কাল্পনিক স্বপ্নদেখি। তাইতো আমি স্বপ্নবাদী ।
হাটি হাটি পা পা করে অনেক দূর
পৌছে যাই। মাঝে মাঝে পিছনেফিরে তাকাই কিছু সুখ কিছু দু:খ
আর স্মরনীয় কিছু ছোট ছোট মুহুর্ত
মনের জানালায় উকি দেয়। স্মৃতি গুলো
সুযোগ পেলেই আমার সাথে ঠাট্টা করে।
আর আমি নিরুপায় হয়ে স্মৃতি গুলোর দিকে
তাকিয়ে বেহায়ার মত হাসতে থাকি।
এ ছাড়া আর কি করার আছে আমার।
নিষ্টুর বাস্তবতার কাছে আমি অসহায়।
তবু সময়ের টানে আর জীবনের
প্রয়োজনে কিছু বাস্তব আর কাল্পনিক স্বপ্নদেখি। তাইতো আমি স্বপ্নবাদী ।
No comments:
Post a Comment