শরতের মেঘগুলি
কোনোদিন ভোর না হতেই
শরতের মেঘগুলি
দলবেঁধে ঢুকেপরে অসহায় এ মাথার ভিতরে…
তারপর সারাদিন ধরে
স্বপ্ন নয়,শান্তি নয়,ভালোবাসা নয়
হৃদয়ের মাঝে শুধু আকাশের পুনর্জন্ম হয়…
এ মাথার মৃত্যুহলে
এ খুলি চিতায় পোড়ে, তবু
আকাশেরা থেকেযায় আকাশের আড়ালে কোথাও,
মাঝে মাঝে ফিরেএসে
ঢুকেগেলে অন্যকোনো অসহায় মাথার ভিতরে
তাহারো খুলিতে শুধু সারাদিন ধরে
স্বপ্ন নয়,শান্তি নয়,ভালোবাসা নয়
হৃদয়ের মাঝে শুধু আকাশের অন্তহীন পুনর্জন্ম হয়…
কোনোদিন ভোর না হতেই
শরতের মেঘগুলি
দলবেঁধে ঢুকেপরে অসহায় এ মাথার ভিতরে…
তারপর সারাদিন ধরে
স্বপ্ন নয়,শান্তি নয়,ভালোবাসা নয়
হৃদয়ের মাঝে শুধু আকাশের পুনর্জন্ম হয়…
এ মাথার মৃত্যুহলে
এ খুলি চিতায় পোড়ে, তবু
আকাশেরা থেকেযায় আকাশের আড়ালে কোথাও,
মাঝে মাঝে ফিরেএসে
ঢুকেগেলে অন্যকোনো অসহায় মাথার ভিতরে
তাহারো খুলিতে শুধু সারাদিন ধরে
স্বপ্ন নয়,শান্তি নয়,ভালোবাসা নয়
হৃদয়ের মাঝে শুধু আকাশের অন্তহীন পুনর্জন্ম হয়…
No comments:
Post a Comment