বিদীর্ণ সত্ত্বা
আমার দু'চোখ আজ সিঁথির সিঁদুর
হঠাত্ চেয়োনা যেন ভয় পেয়ে যাবে
সন্ধ্যার মতোই কবে নিভে যাব রেখে
আমার অদৃশ্য মায়া ,অনুভবে পাবে ।
আমার এ বুক আজ তুষের আগুন
ভৃগু ব্যথা দেবে দাও ,ব্যথা নয় আর
সূর্যকে গিলেছি হয়ে ভস্ম খড়কুটো
হঠাত্ ছুঁয়োনা হবে পুড়ে ছারখার ।
সকাল হেসেছে বুঝি তোমার ঠোঁটেই
সুদিনের পাখি এসে বুনে যায় নীড়
আকাশ কেঁদেছে বুঝি আমার চোখেই
পৌছাবার ঢের আগে হারিয়েছি তীর ।
আমার এ প্রাণ আজ বিদীর্ণ বিস্বাদ
প্রেম এসে চলে গেল মেঘেদের মতো
এসেছিলে শাদা বক অতিথির ছলে
হঠাত্ মিলিয়ে গেলে দিয়ে দীর্ঘ ক্ষত ।।
আমার দু'চোখ আজ সিঁথির সিঁদুর
হঠাত্ চেয়োনা যেন ভয় পেয়ে যাবে
সন্ধ্যার মতোই কবে নিভে যাব রেখে
আমার অদৃশ্য মায়া ,অনুভবে পাবে ।
আমার এ বুক আজ তুষের আগুন
ভৃগু ব্যথা দেবে দাও ,ব্যথা নয় আর
সূর্যকে গিলেছি হয়ে ভস্ম খড়কুটো
হঠাত্ ছুঁয়োনা হবে পুড়ে ছারখার ।
সকাল হেসেছে বুঝি তোমার ঠোঁটেই
সুদিনের পাখি এসে বুনে যায় নীড়
আকাশ কেঁদেছে বুঝি আমার চোখেই
পৌছাবার ঢের আগে হারিয়েছি তীর ।
আমার এ প্রাণ আজ বিদীর্ণ বিস্বাদ
প্রেম এসে চলে গেল মেঘেদের মতো
এসেছিলে শাদা বক অতিথির ছলে
হঠাত্ মিলিয়ে গেলে দিয়ে দীর্ঘ ক্ষত ।।
No comments:
Post a Comment