[[ আলো দিয়ে যাও ]]
পানসে মেঘের ভিড়ে তোমাকে খুঁজি
প্রিয়ার অভিমানী বদনে মোর
আলো দিয়ে যাও
নিশাকর তুমি।
তোমার আলোর চেয়ে তাকে বেশি ভালোবাসি
আজ প্রিয়া কেন মোর
মলিন বদনে থাকে বসি।
অভিমান করে কহে না কিছু
চোখেতে অশ্রু টল-টল করে,
সেকি বুঝিতে পারেনি আজও মোরে;
কত যে বেশি ভালোবাসি তারে।
আমি যে তাকেই বেসেছি ভালো
হৃদয়ে আর নাহি অন্য কেহ
সে যে মোর আঁধার যামিনীর নক্ষত্রের আলো
সখী! তাকেই বেসেছি ভালো।
সেকি আমার মতন
মোরে ভালোবাসে
ভালো যদি বাসে
কেন অভিমান করে?
প্রিয়া দেখ আখি তুলে
বাতায়নে ফুটিছে ফুল মধুর সৌরভে
গোলাপ বেলি টগর যূথী থরে থরে
কত শোভা, কত যে অপরূপ সাজে!
ফুলের 'পরে তোমার 'পরে চাঁদের আলো ঝলমল করে
সখী! আমি বেসেছি ভালো তারে।
পানসে মেঘের ভিড়ে তোমাকে খুঁজি
প্রিয়ার অভিমানী বদনে মোর
আলো দিয়ে যাও
নিশাকর তুমি।
তোমার আলোর চেয়ে তাকে বেশি ভালোবাসি
আজ প্রিয়া কেন মোর
মলিন বদনে থাকে বসি।
অভিমান করে কহে না কিছু
চোখেতে অশ্রু টল-টল করে,
সেকি বুঝিতে পারেনি আজও মোরে;
কত যে বেশি ভালোবাসি তারে।
আমি যে তাকেই বেসেছি ভালো
হৃদয়ে আর নাহি অন্য কেহ
সে যে মোর আঁধার যামিনীর নক্ষত্রের আলো
সখী! তাকেই বেসেছি ভালো।
সেকি আমার মতন
মোরে ভালোবাসে
ভালো যদি বাসে
কেন অভিমান করে?
প্রিয়া দেখ আখি তুলে
বাতায়নে ফুটিছে ফুল মধুর সৌরভে
গোলাপ বেলি টগর যূথী থরে থরে
কত শোভা, কত যে অপরূপ সাজে!
ফুলের 'পরে তোমার 'পরে চাঁদের আলো ঝলমল করে
সখী! আমি বেসেছি ভালো তারে।
No comments:
Post a Comment