বড় অবেলায় পেলাম তোমায়, কেন এখনি যাবে হারিয়ে? কি করে বলো রবো একলা? ফিরে দেখো আছি দাঁড়িয়ে। কেন হঠাৎ তুমি এলে? কেন নয় তবে পুরোটা জুড়ে? আজ পেয়ে ও হারানো যায় না মানা, বাঁচার মানে টা রয়ে যায় অজানা।
আমি যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই, তুমি হয়তো সেদিন আমাকে ভুলে যাবে। কিন্তু ঐ আকাশের তারা গুলো আমাকে মনে রাখবে। কারণ, তারা গুলো আমার বন্ধু। ঐ তারা গুলো দেখেছে আমার চোখের জল, আমার বুকের আর্তনাদ। তুমি হৃদয় দিয়ে প্রশ্ন করো তারা গুলোকে, তারা গুলো বলবে, 'আমি তোমাকে কতটুকু ভালবাসতাম
No comments:
Post a Comment