একটা সময় আমি খুব বেশি কথা বলতাম;
তোমার নীরবতায় আমিও এখন
মন খুলে কথা বলতে ভুলে যাচ্ছি;
ভুলে যাচ্ছি একটা হাস্যময়ী মুখ ছিল আমার।
একটা সময় ছিল তোমায় শুধু প্রশ্ন করতাম
এত নীরব কেন থেকো;
কি এত কষ্ট কি তোমার যন্ত্রণা ?
এখন আর প্রশ্ন করি না।
এখন তোমার নীরবতা আমায় কষ্ট দিয়ে যায়
বেলা-অবেলার হাত ধরে নিরবতা নেমে আসছে
জীবনের মাধুরীতে।
তোমার নীরবতায় আমিও এখন
মন খুলে কথা বলতে ভুলে যাচ্ছি;
ভুলে যাচ্ছি একটা হাস্যময়ী মুখ ছিল আমার।
একটা সময় ছিল তোমায় শুধু প্রশ্ন করতাম
এত নীরব কেন থেকো;
কি এত কষ্ট কি তোমার যন্ত্রণা ?
এখন আর প্রশ্ন করি না।
এখন তোমার নীরবতা আমায় কষ্ট দিয়ে যায়
বেলা-অবেলার হাত ধরে নিরবতা নেমে আসছে
জীবনের মাধুরীতে।
No comments:
Post a Comment