Social Icons

Younis

Pages

সেদিন এলে ঘরে



[[ সেদিন এলে ঘরে ]]

বিয়ের ক’দিন পর 
কী জানি কী হ’লো,
আমার হৃদয় কোণে 
তোমার আসন হ’ল।

মায়ের হাতে গড়া
হৃদয় ছিল ফাঁকা,
সেই হৃদয়ে শুরু
তোমার ছবি আঁকা।

মায়ের আসন খানি
নড়েনি এক চুল,
পতিত হৃদয় ভূমে,
ফুটল তোমার ফুল।

ধীরে অনেক পরে
কেমন করে আসি,
বসলে জেঁকে তুমি
মায়ের পাশাপাশি।

সেই যে চলা শুরু
২৫ বছর পরে,
অবাক এ মন বলে
সেদিন এলে ঘরে!! 

No comments:

Post a Comment