[[ আমি আমার থেকে মুক্তি দিলাম ]]
তুই তোর মতো করে ভালোবাসিস
অন্য
কাউকে আজ !
আমি আমার থেকে মুক্তি দিলাম
স্বপ্ন নিয়ে যাস !
অন্য আকাশে উড়ে দেখিস সুখ টা কাকে বলে !
ক্লান্ত হলে ফিরে আসিস আমার
চেনা ঘরে!
কখনো যদি চোখের
পাতা ভিজিয়ে যাই জলে!
বুঝতে পারবি পাঁজর ভাঙ্গার কষ্ট কাকে বলে
No comments:
Post a Comment