Social Icons

Younis

Pages

সুখে থাকো

সুখে থাকো

সুখে থাকো ও আমার নন্দিনী
হয়ে কারো ঘরনী ।
জেনে রাখো প্রাসাদেরও বন্দিনী
প্রেম কভূ মরেনি ।

চলে গেছো কিছুতো বলে যাও নি
পিছুতো ফিরে চাও নি
আমিও পিছু ডাকিনি
বাধা হয়ে বাঁধি…

ভুলে আছো কখনো মনে করো নি
দু’ফোটা জলও ফেলো নি
আমি তো ভুলে থাকিনি
রাখি খুলে রাখিনি।



সুখে থাকো ও আমার নন্দিনী
হয়ে কারো ঘরনী
জেনে রাখো প্রাসাদেরও বন্দিনী
প্রেম কভূ মরেনি।

No comments:

Post a Comment