পাহাড়ী বর্ষা
হঠাৎ আকাশে কোথা হতে মেঘ আসে
ঝর ঝর করে নামে বর্ষা,
গাছপালা নেয়ে ওঠে চকচক করে ওঠে
মুহূর্তেই চারদিক হয়ে যায় ফর্সা।
পাহাড়ী মেয়েগুলে ঝুড়িকাধে এলোচুলে
পাহাড়ের ঢালে ঢালে করে চাষাবাদ,
বর্ষায় ওঠে মেতে হলুদের ক্ষেতে
হলুদ বরন কপোত কপোতি ভোলে অবসাদ।
উদাসী মেঘগুলো পাহাড়ের চূড়াগুলো
ছুই ছুই করে ছড়ায় ধুম্রজাল,
আঁকাবাকা পথে পথে বইভরা ব্যাগ হাতে
কচিকাচা মনে আনন্দ নির্ভেজাল।
সবুজ শাড়ীতে জড়ানো পাহাড়ের অঙ্গ জুড়ানো
পাতার বুকের টিপ টিপ শব্দ,
মনটা হঠাৎ থামে পাহাড়ের শরীর বেয়ে নামে
কলকল ধারা করে মন জব্ধ।
হঠাৎ আকাশে কোথা হতে মেঘ আসে
ঝর ঝর করে নামে বর্ষা,
গাছপালা নেয়ে ওঠে চকচক করে ওঠে
মুহূর্তেই চারদিক হয়ে যায় ফর্সা।
পাহাড়ী মেয়েগুলে ঝুড়িকাধে এলোচুলে
পাহাড়ের ঢালে ঢালে করে চাষাবাদ,
বর্ষায় ওঠে মেতে হলুদের ক্ষেতে
হলুদ বরন কপোত কপোতি ভোলে অবসাদ।
উদাসী মেঘগুলো পাহাড়ের চূড়াগুলো
ছুই ছুই করে ছড়ায় ধুম্রজাল,
আঁকাবাকা পথে পথে বইভরা ব্যাগ হাতে
কচিকাচা মনে আনন্দ নির্ভেজাল।
সবুজ শাড়ীতে জড়ানো পাহাড়ের অঙ্গ জুড়ানো
পাতার বুকের টিপ টিপ শব্দ,
মনটা হঠাৎ থামে পাহাড়ের শরীর বেয়ে নামে
কলকল ধারা করে মন জব্ধ।
No comments:
Post a Comment