Social Icons

Younis

Pages

তোমার সাথে থাকতে চাই

তোমার সাথে থাকতে চাই

ভাবছি কিছু লিখে ফেলি
মনের মধ্যে যা আছে আজ তোমায় বলি।
তোমার দিকে তাকিয়ে দুপুর গেল কেটে
বেলা পোহালো, বিকেল হলো সন্ধ্যা এল নেমে।
সন্ধ্যার পরে কী হবে জানি না ওগো হায়
সম্পূর্ণ সুখ আমি এই মুহুর্তে পেতে চাই।
এবার কী হবে সে কথা কেন ভাববো বসে
আমরা সাথে আছি এ সুখ হৃদয়ে ভরবো এনে।
আমার ভালবাসার ছবি আকতে চাই
আমি আজ তোমার সাথে থাকতে চাই।
এই টুকু মান রেখো গো সখী
ফিরিয়ে দিও না এ প্রেমের তরী।
ভালোবেসে আদর করিব
তোমার মনের মান রাখিব।
আমি বিকেলের কবি তুমি হলে তার কারণ
জানিনে কাল কিভাবে করবে আমাকে বরন।


কখনো কবি, কখনো প্রেমী, কখনো বর, কখনো বা নর।
কোন রূপে আমাকে করবে বরন ;
হৃদয়ের ব্যকুলতা শুনছে না বারণ।
জানতে চাই মোর পূর্ণ পরিচয় ,
কবি, প্রেমিক, বর না নর।
সীমানার পারে লুকিয়ে থাকা
অজানা সব কবিতায় তার পূর্ণপরিচয়।

No comments:

Post a Comment