[[ কিছু কষ্টের স্মৃতি ]]
কিছু কষ্টের স্মৃতি মনে করিয়ে দেয় তোকে,
ভালোবাসার কতইনা স্বপ্ন দেখিয়েছিলি...
এখন আর আমি স্বপ্ন দেখি না,
কারন আমি বুঝে গেছি...
স্বপ্ন ভাঙ্গা মন নিয়ে বেঁচে থাকা কতটা যন্ত্রনাদায়ক...
কতটা কষ্টের সেই অনুভূতি,
হৃদয়টাকে প্রতি মহুর্তে ক্ষত-বিক্ষত করে দেয়
একা বসে যখন সেই স্বপ্ন বুনার দিনের কথা ভাবি,
যেই স্বপ্ন দেখেছিলাম দু’জন মিলে...
তখন একাকীত্ব ছাড়া চারদিকে আর কিছুই খুঁজে পাই না
নিজেকে অনেক নিঃস্ব মনে হয় ।।
ভালোবাসার কতইনা স্বপ্ন দেখিয়েছিলি...
এখন আর আমি স্বপ্ন দেখি না,
কারন আমি বুঝে গেছি...
স্বপ্ন ভাঙ্গা মন নিয়ে বেঁচে থাকা কতটা যন্ত্রনাদায়ক...
কতটা কষ্টের সেই অনুভূতি,
হৃদয়টাকে প্রতি মহুর্তে ক্ষত-বিক্ষত করে দেয়
একা বসে যখন সেই স্বপ্ন বুনার দিনের কথা ভাবি,
যেই স্বপ্ন দেখেছিলাম দু’জন মিলে...
তখন একাকীত্ব ছাড়া চারদিকে আর কিছুই খুঁজে পাই না
নিজেকে অনেক নিঃস্ব মনে হয় ।।
No comments:
Post a Comment