Social Icons

Younis

Pages

আমি আবার জন্ম নেবো


[[ আমি আবার জন্ম নেবো ]]

আমি আবার জন্ম নেবো। 
আমি আবার নতুন করে আমার জীবনটাকে সাজাবো,
যেমনটি আমি এই জনমে সাজাতে চেয়েছিলাম কিন্তু পারিনি। 
ক্ষমা করে দিও। 
আমি পরজন্মে সবকিছুই আমার মতো করে সাজাব। 
যেখানে থাক, ভালো থেকো।
আমি অনন্তকাল তোমাকে ভালোবেসে যাবো।।
এই জীবনে তুমি আমার হবে কিনা জানি না তবে এটা জানি পরজীবনে তুমি শুধুই আমার।।



No comments:

Post a Comment