জানি না কেন এত ভয়
তোমাকে ভালোবাসার
জানি না কেন তুমি এত কাছে
তবও মনে হয়
তুমি আমি আজ সহস্র মাইল দূরে ।
জানি না কেন আমি তোমাকে নিয়ে
কিছু সুখের স্বপ্নে ভেসে যেতে পারিনা ।
কেন তোমার হাতে হাত রেখে নীল
অজানা ঠিকানায় হারাতে পারিনা ।
কেন তোমার চোখে চোখ রেখে
আমি বলতে পারিনা
আমি তোমায় ভালোবাসি ।
জানি না কেন আমি অনেক কিছু পারি না ।
তবে খুব ইচ্ছা করে
তোমায় নিয়ে হারিয়ে যেতে ।
ইচ্ছা করে সুখের সমুদ্রে গা ভাসাতে
ইচ্ছা করে মনের জমা কথা গুলো
তোমায় বলতে ।
বাতাসে কান পেতে তোমার
অনুভূতি গুলো বোঝে নিতে
কিন্তু পারিনা সেই অজানা ভয়
আমাকে থমকে দেয় ।
থমকে দেয় আমার চারপাশ
আমার আমি কে নিয়ে যায়
নীরবতার কিছু ভাবনায় ,
চেয়ে থাকি খোলা আকাশে
আর দেখে যাই ভেসে যাওয়া মেঘ গুলোর মত
আমার ভাবনা গুলোও
এ মনের আকাশ থেকে হারিয়ে যায় ।
তোমাকে ভালোবাসার
জানি না কেন তুমি এত কাছে
তবও মনে হয়
তুমি আমি আজ সহস্র মাইল দূরে ।
জানি না কেন আমি তোমাকে নিয়ে
কিছু সুখের স্বপ্নে ভেসে যেতে পারিনা ।
কেন তোমার হাতে হাত রেখে নীল
অজানা ঠিকানায় হারাতে পারিনা ।
কেন তোমার চোখে চোখ রেখে
আমি বলতে পারিনা
আমি তোমায় ভালোবাসি ।
জানি না কেন আমি অনেক কিছু পারি না ।
তবে খুব ইচ্ছা করে
তোমায় নিয়ে হারিয়ে যেতে ।
ইচ্ছা করে সুখের সমুদ্রে গা ভাসাতে
ইচ্ছা করে মনের জমা কথা গুলো
তোমায় বলতে ।
বাতাসে কান পেতে তোমার
অনুভূতি গুলো বোঝে নিতে
কিন্তু পারিনা সেই অজানা ভয়
আমাকে থমকে দেয় ।
থমকে দেয় আমার চারপাশ
আমার আমি কে নিয়ে যায়
নীরবতার কিছু ভাবনায় ,
চেয়ে থাকি খোলা আকাশে
আর দেখে যাই ভেসে যাওয়া মেঘ গুলোর মত
আমার ভাবনা গুলোও
এ মনের আকাশ থেকে হারিয়ে যায় ।
No comments:
Post a Comment