মাঝে মাঝে আমার কি মনে হয় জানো ?
মনে হয় আমার ভালোবাসা তোমার কাছে ব্যার্থ হয়েছে।
আমি কেন তোমাকে সুখী করতে পারছিনা ?
আমার ভালোবাসায় তো আমি কোন কমতি রাখিনি ।
কি চাও তুমি ? কেন তোমার পাওয়ার মাঝে কোন সীমানা নেই ?
সব কিছু ফেলে তুমি কি শুধু আমায় আপন করে নিতে পারনা ?
আমার বিশ্বাস তুমি পারবে,একদিন ঠিকই আমাকে আপন করে নেবে।
আমার ভালোবাসাকে আমি বৃথা হতে দেবোনা।
মনে হয় আমার ভালোবাসা তোমার কাছে ব্যার্থ হয়েছে।
আমি কেন তোমাকে সুখী করতে পারছিনা ?
আমার ভালোবাসায় তো আমি কোন কমতি রাখিনি ।
কি চাও তুমি ? কেন তোমার পাওয়ার মাঝে কোন সীমানা নেই ?
সব কিছু ফেলে তুমি কি শুধু আমায় আপন করে নিতে পারনা ?
আমার বিশ্বাস তুমি পারবে,একদিন ঠিকই আমাকে আপন করে নেবে।
আমার ভালোবাসাকে আমি বৃথা হতে দেবোনা।
![]() |
Add caption |
No comments:
Post a Comment