Social Icons

Younis

Pages

কতদিন কেটে গেল

কতদিন কেটে গেল তোমায় না দেখে,
কতরাত পার হয়ে গেল তোমায়
পাশে না পেয়ে………
মাঝে মাঝে মনে হয়
যদি দেখাতে পারতাম,
কত ভালবাসি তোমাকে………
যদি দেবদাস হয়ে আমার জীবনের শেষ


নিঃশ্বাস টুকু তোমার বাড়ির আঙ্গীনায়
ত্যাগ করতে পারতাম
হয়তো তখনি বুঝতে তোমাকে কত
ভালবাসি………
যেদিকে তাকাই সেদিকেই
দেখি তোমারই প্রতিচ্ছবি………
আমি তোমাকে ভালবাসি গতকাল
থেকে বেশি এবং আগামীকাল
থেকে কম……
হয়তো সারাজীবনই ভালবাসবো তোমায়
এমনি করে………

No comments:

Post a Comment