কতদিন কেটে গেল তোমায় না দেখে
কতরাত পার হল তোমায় পাশে না পেয়ে
মাঝে মাঝে মনে হয় যদি দেখাতে পারতাম
কত ভালোবাসি তোমাকে,
যেদিকে তাকাই সেদিকে দেখি
তোমার সেই প্রতিচ্ছবি
মনে পড়ে যায় মেইন স্ট্রিটে
প্রথম ভালোবেসে ছিলাম তোমায়
আঁধারে ঘেরা আমার এই দুনিয়ায়
আলো দিয়ে ভরে দিলে তুমি,
ঘোলাটে মেঘলা আকাশে আমার
রংধনু হয়ে এলে তুমি
জানালার পাশে যখন রাগ করে কাঁদতে
বুঝতে পারিনি জমে কত রাগ সেই বুকে
সময়ের কাঁটা যদি ঘুরিয়ে দিতে পারতাম
দেখতে আমার আদর কিভাবে!
জড়িয়ে তোমায় হৃদয়ে রেখে
কষ্টগুলো মুছে দিয়ে,
তুমি আমার ভোরেরই আলো
তোমাকেই টেনে নিয়ে
সুর তোমার কাগজে লিখে
সাজিয়েছি কবিতায় কবিতায়
জোছনা রাত আর সব কিছু
আজ তোমার সেই প্রতিক্ষায়।
কতরাত পার হল তোমায় পাশে না পেয়ে
মাঝে মাঝে মনে হয় যদি দেখাতে পারতাম
কত ভালোবাসি তোমাকে,
যেদিকে তাকাই সেদিকে দেখি
তোমার সেই প্রতিচ্ছবি
মনে পড়ে যায় মেইন স্ট্রিটে
প্রথম ভালোবেসে ছিলাম তোমায়
আঁধারে ঘেরা আমার এই দুনিয়ায়
আলো দিয়ে ভরে দিলে তুমি,
ঘোলাটে মেঘলা আকাশে আমার
রংধনু হয়ে এলে তুমি
জানালার পাশে যখন রাগ করে কাঁদতে
বুঝতে পারিনি জমে কত রাগ সেই বুকে
সময়ের কাঁটা যদি ঘুরিয়ে দিতে পারতাম
দেখতে আমার আদর কিভাবে!
জড়িয়ে তোমায় হৃদয়ে রেখে
কষ্টগুলো মুছে দিয়ে,
তুমি আমার ভোরেরই আলো
তোমাকেই টেনে নিয়ে
সুর তোমার কাগজে লিখে
সাজিয়েছি কবিতায় কবিতায়
জোছনা রাত আর সব কিছু
আজ তোমার সেই প্রতিক্ষায়।
Always be a first-rate version of yourself, instead of a second-rate version of somebody else.
ReplyDelete- Ge capital care credit